পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

দেশের প্রতিটি ব্যক্তির কাছে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যদিও একটি দেশের সকল নাগরিকদের জন্য পাসপোর্ট তৈরি করা বাধ্যতামূলক নয়। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সকলের জন্য এটি বাধ্যতামূলক। তাই ক্ষেত্রে বিশেষে পাসপোর্টের গুরুত্ব প্রবাসী ভাইদের নিকট অত্যধিক বেশি। তবে অধিক গুরুত্বপূর্ণ হলেও সকল প্রবাসী ভাইয়েরা উচ্চ শিক্ষিত না হওয়ার ফলে মাঝে মাঝেই পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিড়ম্বনায় পড়েন। এমন একটি বিড়ম্বনা হলো পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক। যদিও এই বিষয়টি দেশি প্রবাসী সকলেই মাঝে মাঝে ভোগান্তির মধ্যে ফেলে। তাই এই আলোচনা আমরা অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম 2025 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

সম্পর্কিত পোস্ট: ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক ২০২৫

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক:

বিভিন্ন কারণেই অনেকের পাসপোর্টের বৈধ কিনা তা যাচাই করার প্রয়োজন পড়ে। হোন তিনি স্বদেশি কিংবা প্রবাসী। তবে এই বিশাল সংখ্যক ব্যক্তির পাসপোর্ট যাচাইয়ের প্রয়োজনীয়তা থাকলেই দেশে এখন অব্দি অফিশিয়াল ভাবে আনলাইনে পাসপোর্টের বৈধতা যাচাই করার সিস্টেম নেই বললেই চলে। যার ফলে কোন পাসপোর্টের বৈধতা যাচাই করতে হলে এখনো পাসপোর্টের তথ্য নিয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস গুলোতে যাতে হয়। 

দেশে অবস্থানকারী ব্যক্তিদের জন্য এই কাজটি তুলনামূলক ভাবে কিছুটা সহজ হলেও প্রবাসী ভাইদের নিকট কাজটি মোটেও সহজ নয়। যার প্রেক্ষিতে এই অংশে আমরা অফিশিয়াল পদ্ধতি না থাকায় বিকল্প পদ্ধতিতে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম দেখানোর চেষ্টা করবো। 

BMET এর মাধ্যমে পাসপোর্ট চেক:

যারা প্রবাসে আছেন তারা সকলেই জানেন যে, বিদেশে যাওয়ার জন্য প্রত্যকের বিএমইটি প্রশিক্ষণ বাধ্যতামূলক। আর প্রশিক্ষণ শেষে সকলকে BMET থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। BMET তে রেজিষ্ট্রেশন করার জন্য পাসপোর্ট থাকাটা বাধ্যতামূলক। তাই আপনি যদি বিদেশে অবস্থান করছে এমন কোন ব্যক্তির বা BMET প্রশিক্ষণ গ্রহণ করেছে এমন কোন ব্যক্তির পাসপোর্ট যাচাই করতে চান তাহলে খুব সহজেই পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে পাসপোর্টটি বৈধ্য নাকি অবৈধ্য সেটি যাচাই করতে পারবেন। 

তার জন্য আপনাকে প্রথমে আপনার কম্পিউটার বা স্মার্টফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে BMET লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম যে রেজাল্টটি আসবে সেখানে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি BMET এর অফিশিয়াল ওয়েবসাইট https://old.bmet.gov.bd/ এ প্রবেশ করতে হবে। তারপর একদম উপরের মেনুবার থেকে Searching এ ক্লিক করতে হবে। 

আরও পড়ুন: বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট ডেলিভারি চেক

BMET দিয়ে পাসপোর্ট চেক

এরপর আপনার সামনে Database Searching নামে একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে রেজিষ্ট্রেশন নাম্বার বা পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ দিতে বলা হবে। আপনি চাইলে সরাসরি https://old.bmet.gov.bd/BMET/generalreports এই লিংকে ক্লিক করেও সেই পেজে প্রবেশ করতে পারেন। 

যেহেতু আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চাচ্ছেন সেহেতু আপনাকে Pass Id এর ঘরে পাসপোর্ট নাম্বার বসাতে হবে। এবং DoB এর ঘরে জন্ম তারিখ প্রদান কর‍তে হবে। সঠিকভাবে সকল তথ্য প্রদান করা হয়ে গেলে Find বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে পাসপোর্টটি যদি বৈধ্য হয় তাহলে পাসপোর্টের সকল তথ্য চলে আসবে। আর পাসপোর্টটি বৈধ্য না হলে কোন তথ্য না আসবে না।  

আরও পড়ুন: বাংলাদেশে পাসপোর্ট রেডি হয়েছে কিনা চেক ২০২৫

ভিসা যাচাইয়ের মাধ্যমে পাসপোর্ট চেক:

এই পদ্ধতিটি পাসপোর্ট চেকের জন্য খুব বেশি কার্যকর না হলেও সাপোর্টিভ হিসাবে কাজে লাগাতে পারেন। যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার অফিশিয়াল কোন উপায় নেই সেহেতু এই রকম বিকল্প পদ্ধতি অনুসরণ করেই পাসপোর্ট চেক করতে হবে। এই পদ্ধতিতে পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে বিভিন্ন দেশের ভিসার চেক করার মাধ্যমেও পাসপোর্ট যাচাই করতে পারবেন। তবে এখানে আমরা পদ্ধতিটি দেখানোর মালেশিয়ার ভিসা চেক পদ্ধতি দেখাবো।

আপনারা জানেন যে মালেশিয়ায় যাওয়ার অন্যতম প্রধান কয়েকটি বৈধ্য মাধ্যম হচ্ছে কলিং ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা। সুতরাং আপনি যদি মালেশিয়ায় অবস্থান করেন বা মালেশিয়া বৈধ্য ভাবে অবস্থান করছে এমন কোন ব্যক্তির পাসপোর্ট চেক করতে চান তাহলে অনলাইনে তার ভিসা চেক করাও মাধ্যমে খুব সহজে তার পাসপোর্ট চেক করতে পারবেন৷ 

এইজন্য প্রথমে আপনাকে আগের নিয়মেই আপনার কম্পিউটার বা স্মার্টফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে Malaysia Visa and Pass Status লিখে সার্চ দিতে হবে। এরপর প্রথম যে রেজাল্টটি আসবে সেখানে প্রবেশ করতে হবে। অথবা সরাসরি মালেশিয়ার ভিসা চেক করার অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। তারপর বাম দিকের বক্স গুলো থেকে Document No বক্সে পাসপোর্ট নাম্বার এবং Country Issue থেকে বাংলাদেশ সিলেক্ট করে SEARCH বাটনে ক্লিক করতে হবে। 

মালয়েশিয়ার কলিং ভিসা দিয়ে পাসপোর্ট চেক

যদি পাসপোর্টটি বৈধ্য হয় তাহলে নিচে পাসপোর্টধারীর নাম সহ মালেশিয়ায় বর্তমানে তিনি কি ভিসায় অবস্থান করছেন সেটি দেখাবে। এভাবে শতভাগ নিশ্চিত হয়ে পাসপোর্ট চেক করা না গেলেও বিভিন্ন দেশের ভিসা চেক করার ওয়েব সাইট গুলোতে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার মাধ্যমে পাসপোর্ট বৈধ কিনা যাচাই করা যায়। কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করতে হয় তা জনতে আগ্রহী হলে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট রয়েছে সেটি দেখে নিতে পারেন। 

শেষ কথা:

বর্তমানে সরকারি ভাবে পাসপোর্ট বৈধ্য নাকি অবৈধ্য সেটি যাচাই করার কোন নিয়ম না থাকায় এই কাজটি বেশ ঝামেলাপূর্ণ। অফিসিয়াল নিয়ম না থাকলেও বিকল্প পদ্ধতি গুলো ব্যবহার করে পাসপোর্টের বৈধ্যতা নির্ণয় করা গেলেও এটি সর্বক্ষেত্রে শতভাগ সঠিক পদ্ধতি নয়। তাই সুযোগ থাকলে পাসপোর্ট অফিস থেকেই পাসপোর্ট চেক করাটা বেশি নিরাপদ। তবে পাসপোর্ট অফিসে যাওয়ার সুযোগ না থাকলে যার পাসপোর্ট চেক করবেন সে যদি প্রবাসী হয় তাহলে BMET পদ্ধতিটিই এখন পর্যন্ত সবচেয়ে সেরা এবং নিরাপদ নিয়ম। পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা। এমন গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 24 January 2025 at 21:32

    SOMER

  • Anonymous
    Anonymous 10 February 2025 at 07:21

    সজিব

Add Comment
comment url