বেলারুশ যেতে কত টাকা লাগে ২০২৫ আপডেট

হোয়াইট রাশিয়া নামে খ্যাত বেলারুশ ইউরোপের নন-সেনজেন ভুক্ত একটি দেশ। সম্প্রতি সময়ে বাংলাদেশিদের মধ্যে বেলারুশ যাওয়ার প্রবণতা বেশ লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে বেলারুশ যেতে ইচ্ছুক ব্যক্তিগণ বর্তমান ২০২৫ সালে বেলারুশ যেতে কত টাকা লাগে সেটি নিয়ে জানার চেষ্টা করছেন। এর প্রেক্ষিতে এই আলোচনায় মূলত আমরা বর্তমানে বেলারুশ যেতে এজেন্সি গুলো কত টাকা নিচ্ছে, কত টাকা দিয়ে আপনার যাওয়া উচিত তাই নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করি। 

আরও পড়ুন: 

বেলারুশ যেতে কত টাকা লাগে

বেলারুশ যেতে কত টাকা লাগে:

সম্প্রতি সময় গুলোতে তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশ থেকে ইউরোপের দেশ গুলোতে যাওয়ার প্রবণতা বেশ ভালো রকমে লক্ষ্য করা যায়। অনেকের কাছে আবার ইউরোপ যাওয়াটা অনেকটা স্বপ্নের মত। তবে বাংলাদেশিরা মূলত বেশি চেষ্টা করেন সেনজেন ভুক্ত দেশ গুলোতে যাওয়ার জন্য। 

তবে সম্প্রতি বছর গুলোতে ইউরোপের সেনজেন ভুক্ত দেশ গুলোতে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য ভিসা রেশিও মোটেও সন্তোষজনক জনক নয়। যার কারণে বিকল্প হিসাবে ইউরোপের নন-সেনজেন ভুক্ত দেশ গুলোও এখন অনেকে পছন্দের তালিকায় থাকছে। 

আরও পড়ুন: 

এমনি একটি দেশ হলো বেলারুশ। দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে অনেকের কাছেই দেশটি জনপ্রিয়৷ কারণ দেশটির সীমান্তবর্তী সেনজেন ভুক্ত তিনটি দেশ রয়েছে। সেগুলো হলো, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং লাটভিয়া। যার কারণে অনেকেই বৈধ কিংবা অবৈধ যে কোন ভাবেই হোক বেলারুশ থেকে সেনজেন ভুক্ত একটি দেশে প্রবেশ করবেন এমন একটি চিন্তা থেকে বেলারুশ যাওয়ার পরিকল্পনা করছেন৷ 

আর এই সুযোগে দালাল এবং এজেন্সি গুলোও বেলারুশ যাওয়ার খরচ বৃদ্ধি করছে। অনেকে আবার এটি বৃদ্ধি করতে করতে প্রায় সেনজেন ভুক্ত দেশে যাওয়ার খরচের কাছাকাছি নিয়ে গেছে। 

আরও পড়ুন: পোল্যান্ড যেতে কত টাকা লাগে ২০২৫

কিছুদিন আগেও ৫ থেকে ৬ লক্ষ টাকায় বেলারুশ যাওয়া গেলেও বর্তমানে ক্ষেত্র বিশেষে তা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ১০ লক্ষ টাকায় পৌঁছে গেছে৷ তবে সকলেই যে ১০ লক্ষ টাকা নিচ্ছে বিষয়টি এমনও নয়। বর্তমান এভারেজে ৭ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা মধ্যেই বেলারুশ যাওয়া যাচ্ছে। 

তবে এ খরচটি আরো কমানো সম্ভব যদি আপনার পরিচিত কেউ বেলারুশে থাকে এবং আপনি তার মাধ্যমে বেলারুশ যান। এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ৬ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার মধ্যেই আপনি বেলারুশ যেতে পারবেন। কিন্তু যদি আপনার পরিচিত কেউ বেলারুশ না থাকে তখন?

এক্ষেত্রে আপনাকে কোন এজেন্সি ধরে ৭ লক্ষ টাকা থেকে ৮ লক্ষ টাকা দিয়ে বেলারুশ যেতে হবে। এই খরচটি আরো বৃদ্ধি হতে পারে যদি আপনি সরাসরি কোন এজেন্সির সাথে যোগাযোগ না করে দালালের সাথে যোগাযোগ করেন৷ কারণ এজেন্সির চার্জের অতিরিক্ত কিছু টাকা তিনি কমিশন হিসাবে রাখবেন এটাই স্বাভাবিক। 

আরও পড়ুন: কানাডা যেতে কত টাকা লাগে ২০২৫

যার ফলে একেক দালাল একেক জনের কাছ থেকে বেলারুশ পাঠানোর জন্য ৯ লক্ষ, ১০ লক্ষ ইত্যাদি এমাউন্ট টাকা চেয়ে থাকে। এজেন্সি এবং আপনার মাঝে তৃতীয় পক্ষ যত কমাতে পারবেন বেলারুশ যাওয়ার খরচও আপনার তত কম হবে। আর দালাল বা তৃতীয় পক্ষ যত বেশি হবে যাওয়ার খরচও তত বেশি হবে। 

শেষ কথা:

বেলারুশ কিংবা ইউরোপের যে কোন দেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক এজেন্সি ধরা খুবই গুরুত্বপূর্ণ। আর বেলারুশ যাওয়ার ক্ষেত্রে এটি একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে সব এজেন্সি বেলারুশ নিয়ে কাজ করে না। তাই কোন এজেন্সি বা দালাদের সাথে চুক্তি বদ্ধ হওয়ার আগে দেখে নিবেন সরকার কর্তৃক তার লাইসেন্স আছে কিনা? তিনি অতীত বেলারুশে লোক পাঠিয়েছে কিনা? তিনি ডিড চুক্তির মাধ্যমে লেনদেন করতে রাজি কিনা ইত্যাদি। 

সব কিছু ঠিকঠাক থাকলে তবেই ফাইল জমা দিবেন। অন্যথায় সে এজেন্সি থেকে দূরে থাকুন। বেলারুশ যেতে কত টাকা লাগে তা নিয়ে এই ছিল আমাদের আলোচনা। ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url