মরিশাস ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট

মরিশাস ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের একটি দ্বীপ রাষ্ট্র। কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী বাংলাদেশিদের নিকট অন্যন্ত পছন্দের একটি দেশ মরিশাস। উচ্চ বেতন এবং উন্নত জীবন যাত্রার জন্যই মূলত মরিশাস বাংলাদেশিদের নিকট এত জনপ্রিয়। বর্তমানে আফ্রিকান দেশটিতে উল্লেখ্য যোগ্য পরিমাণে বাংলাদেশি বসবাস করে। অতীতে খুব সহজে মরিশাস যাওয়া গেলেও বর্তমানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই আলোচনা মূলত আমরা মরিশাসের বর্তমান পরিস্থিতি নিয়েই কথা বলার চেষ্টা করবো। এবং মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো। 

আরও পড়ুন: মালদ্বীপ ভিসা আপডেট ২০২৫

মরিশাস ভিসা কবে খুলবে

মরিশাস ভিসা কবে খুলবে? 

বর্তমানে বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। ভিসা খোলার ব্যাপারে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন ধরনের সময়ের তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা চালু হয়নি। মূলত ২০২৩ সালের বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে মরিশাস৷ পরবর্তীতে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

আরও পড়ুন: পোল্যান্ড ভিসা আপডেট ২০২৫

ইউটিউব, ফেসবুকে বিভিন্ন সময় ১৫ দিন, ১ মাস, ৩ মাস বা ২০২৫ সালে ভিসা চালু হওয়ার কথা শোনা গিয়েছিল। তবে অফিশিয়াল ভাবে বাংলাদেশ দূতাবাস বা মরিশাস দূতাবাস কোন পক্ষ থেকেই এমন তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। 

এমনি মরিশাসের জতীয় নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ভিসা চালু হওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বিভিন্ন কারণে সেটিও সম্ভব হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন মরিশাসে ২০২৪ সালের নভেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর নতুন কর্মসংস্থানের ঘোষণা দেওয়ার কথা ছিল মরিশাস শ্রম মন্ত্রণালয়ের। কিন্তু ২৪ সালের জাতীয় নির্বাচনের পর এমন কিছু হয়নি৷ 

আরও পড়ুন: রোমানিয়া ভিসা আপডেট ২০২৫

সব মিলিয়ে বলা যায় সামনে দুই তিন মাসের মধ্যে মরিশাসের ভিসা চালু হওয়ার কোন সম্ভাবনা নেই৷ যদিও আশার বিষয় হলো মরিশাসের বর্তমান শ্রমমন্ত্রী হলো মুসলিম। এবং তার সাথে ভিসা জটিলতা এবং নতুন কর্মসংস্থান নিয়ে বাংলাদেশের হাই কমিশনারের বেশ কয়েক বার মিটিং হয়েছে। তাই আশা করা যাচ্ছে সমস্যা হয়তো দ্রুতই সমাধান হবে। 

মরিশাসের ভিসা জটিলতা কারণ:

মরিশাসের ভিসা জটিলতা কারণ

এতক্ষন আমরা মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে একটি সামগ্রিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে মরিশাসের ভিসা বন্ধ হওয়া এবং নতুন সরকার আসার পরও ভিসা চালু না হওয়ার কারণ গুলো যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে মরিশাস ভিসা কবে চালু হবে তা নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন৷ 

বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় অনেক গুলো কারণ রয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো মরিশাস অবৈধ বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি। মরিশাসের কোম্পানির বাহিরে কাজ করলে অনেক বেশি টাকা আয় করা যায়৷ যার ফলে অনেকে কোম্পানির অধীনে কাজ না করে বাহিরে কাজ করেন৷ এবং পরবর্তীতে তারা অবৈধ ভাবেই মরিশাসে অবস্থান করেন৷ 

এই সংখ্যাটি দিন দিন অতিরিক্ত মাত্রায় হতে থাকলে মরিশাস সরকার অবৈধ বাংলাদেশিদের ধরা শুরু করে। যার প্রেক্ষিতেই মূলত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে মরিশাস। 

আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা আপডেট ২০২৫

এছাড়াও আর একটি উল্লেখযোগ্য কারণ হলো, দীর্ঘদিন মরিশাসে থাকা অনেক বাংলাদেশি বিভিন্ন প্রলোভন দেখিয়ে মরিশাসের স্থানীয় মেয়েদের বিয়ে করে। যার ফলে তারা মরিশাসের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারতো। কিন্তু পরবর্তীতে দেখা যায় অনেকেই ঠিক মত স্ত্রী সন্তানের খরচ বহন করেনা। 

যার ফলে বাংলাদেশিদের বিরুদ্ধে মরিশাস সরকারের নিকট প্রচুর পরিমাণে এমন অভিযোগ জমা হতে থাকে। যা বাংলাদেশিদের প্রতি মরিশাস সরকারের একটি নেতিবাচক ধারণা তৈরি করতে সাহায্য করে। 

তবে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হওয়ার কথা থাকলেও তা না হওয়ার অন্যতম করণ হলো সেখানকার হিন্দু কমিউনিটি। আপনারা হয়তো জানেন মরিশাসের প্রায় অর্ধেক জনগোষ্ঠী হিন্দু। 

আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর 2025

যার ফলে হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থিরতা এবং ভারতের সাথে বাংলাদেশের খারাপ সম্পর্কের কারণ মরিশাসের একটি হিন্দু কমিউনিটি সে দেশের সরকার কে বোঝাতে সক্ষম হয় যে বাংলাদেশিরা জাতি হিসাবে একটি সাম্প্রদায়িক জাতি। 

তারা বিপুল পরিমাণে অবৈধ ভাবে মরিশাসে অবস্থান করছে এবং বিভিন্ন অপরাধের সাথে যুক্ত। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে মাধ্যমে এই বিয়য় গুলো তারা মরিশাস সরাকারে কাছে তুলে ধরে। যার ফলে বাংলাদেশিদের জন্য ২০২৫ সালে ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিলেও এখন পর্যন্ত তা আলোর মুখ দেখেনি৷ 

আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক 2025

শেষ কথা:

মরিশাসের ভিসা বন্ধ হওয়ার প্রধান কারণ হলো সেখানে অবস্থানরত বাংলাদেশিরা নিজেরাই। তবে জগতে শেষ বলে কিছু হয় না। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। তাই যারা মরিশাস যাওয়ার পরিকল্পনা করছেন তারা ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা আবার চালু হবে। তবে কবে খুলবে তা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তাই দলালদের প্ররোচনায় মেডিকেল, ইন্টারভিউয়ের জন্য কোন অর্থিক লেনদেন করবেন না। মরিশাস ভিসা কবে খুলবে তা নিয়ে এই ছিল আমাদের আলোচনা। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url