মালদ্বীপ টাকার মান কত ২০২৫

This Template Designed By E10Script

বাংলাদেশ থেকে মালদ্বীপে কাজের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো মালদ্বীপের টাকার মান কত সে সম্পর্কে জানা।

কারণ কোন এজেন্সি বা দালাল যখন মালদ্বীপে আপনার বেতন কত হবে সেটি বলবে তখন বাংলা টাকায় সেটি কত আসবে সে সম্পর্কে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। 

যার প্রেক্ষিতে এই আর্টিকেলে আমরা মালদ্বীপের মুদ্রার ইতিহাস, বর্তমান বিনিময় হার, প্রচলিত নোট ও কয়েন, এবং বাংলাদেশি টাকায় এর মান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

আরও পড়ুন: কুয়েত কোন কাজের চাহিদা বেশি ২০২৫

মালদ্বীপে টাকার নাম কি?

মালদ্বীপের অফিশিয়াল মুদ্রার নাম হলো মালদ্বীপ রুফিয়া (Maldivian Rufiyaa)। মালদ্বীপে আধুনিক রুফিয়া চালু হয় ১৯৮১ সালে। ১৯৮১ সালের পূর্বে মালদ্বীপে সিলোনি রুপি ব্যবহৃত হতো। মালদ্বীপের বর্তমানে রুফিয়া পরিচালনা করে Maldives Monetary Authority (MMA)।

মালদ্বীপ রুফিয়া আন্তর্জাতিক লেনদেনে ক্ষেত্রে MVR কোড ব্যবহৃত হয়। রুফিয়ার প্রতীক হলো Rf অথবা স্থানীয়ভাবে ব্যবহৃত প্রতীক ރ।

আরও পড়ুন: কসোভো বেতন কত ২০২৫

রুফিয়ার সংক্ষিপ্ত ইতিহাস:

সুদূর অতীতে মালদ্বীপে প্রাথমিকভাবে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো কড়ি (cowrie shells)। পরবর্তীতে ১৭শ ও ১৮শ শতকের দিকে মালদ্বীপে লারিন (lārin) নামে রূপার তৈরি মুদ্রা প্রচলিত হয়। 

কালের ধারাবাহিকতায় ১৯৪৭ সালে মালদ্বীপে রুফিয়া নামক মুদ্রা প্রথমবারের মতো চালু হয়, যা সিলোন রুপি (বর্তমান শ্রীলঙ্কার রুপি)-এর সমমান ছিল। 

এবং ১৯৬০ সালে মালদ্বীপ রুফিয়ার উপ একক হিসাবে লারি মুদ্রা চালু হয়, যা রুফিয়ার ১/১০০ অংশ। বর্তমানে মালদ্বীপের একমাত্র বৈধ স্থানীয় মুদ্রা হিসেবে রুফিয়া ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন: সাইপ্রাস বেতন কত ২০২৫

মালদ্বীপে প্রচলিত মুদ্রার:

মালদ্বীপে প্রচলিত মুদ্রা হিসাবে নোট এবং কয়েন উভয়ই ব্যবহৃত হয়৷ মালদ্বীপে বর্তমানে প্রচলিত ব্যবহারযোগ্য নোট হল: ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ রুফিয়া। এসব নোটে রয়েছে মালদ্বীপের সংস্কৃতি, সামুদ্রিক জীববৈচিত্র্য ও ঐতিহাসিক নিদর্শন। 

২০১৫ সালে মালদ্বীপের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০০০ রুফিয়া মূল্যের একটি বিশেষ পলিমার নোট ইস্যু করা মালদ্বীপ কর্তৃপক্ষ।

এছাড়াও মালদ্বীপের বাজারে প্রচলিত কয়েনের মধ্যে রয়েছে: ১, ২, ৫, ১০, ২৫, ৫০ লারি এবং ১ ও ২ রুফিয়া। উল্লেখ্য লারি হলো রুফিয়ার উপ-একক, অর্থাৎ বাংলাদেশে যেমন টাকার উপ-একক পয়সা তেমনি মালদ্বীপের রুফিয়ার উপ-একক হলো লারি। 

বাংলাদেশের মত সেখানেও ১ রুফিয়া = ১০০ লারি। প্রচলিত এই নোট বা কয়েন গুলো মূলত মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক এবং Maldives Monetary Authority (MMA) দ্বারা ইস্যু করা হয়।

মালদ্বীপের টাকার মান:

মালদ্বীপ টাকার মান কত

মালদ্বীপ, দক্ষিণ এশিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। দেশটির অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। যার ফলে মালদ্বীপের অর্থনীতি ও পর্যটন শিল্পের উপর রুফিয়ার মান অনেকাংশে নির্ভর করে। তবে বিগত বছরগুলোতে মালদ্বীপ রুফিয়া নিজেকে স্থিতিশীল মুদ্রা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

যদিও বাংলাদেশি টাকার (BDT) সাথে মালদ্বীপ রুফিয়ার (MVR) বিনিময় হার সময়ের সাথে সাথে কিছুটা কম বেশি হয়। ২০২৫ সালের এপ্রিল মাসে বিভিন্ন ট্রাস্টেড সোর্স অনুযায়ী মালদ্বীপ রুফিয়ার মান নিচে দেখানো হলো। তবে এটি সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হতে পারে৷ 

১ রুফিয়া সমান কত টাকা?

২০২৫ সালের এপ্রিল মাসে মালদ্বীপের ১ রুফিয়া সমান বাংলাদেশি ৭.৯০ - ৮.০৩ টাকা। এভাবে মুদ্রার মান উল্লেখ করার কারণ হলো বিনিময় মাধ্যম, ব্যাংক এবং সময়ের উপর ভিত্তি করে এই রেটের সামান্য হেরফের হয়ে থাকে।

১০০/৫০০ রুফিয়া সমান কত টাকা?

বর্তমানে মালদ্বীপের ১০০ রুফিয়া সমান বাংলাদেশি প্রায় ৭৯০-৮০০ টাকা। এবং ৫০০ রুফিয়া সমান প্রায় ৩৯৫০-৪০০০ টাকা। ব্যাংক, বিনিময় মাধ্যম এবং সময়ের উপর ভিত্তি করে এই রেটের সামান্য হেরফের হতে পারে।

মালদ্বীপ রুফিয়ার বর্তমান বিনিময় হার (এপ্রিল ২০২৫): 

২০২৫ সালের এপ্রিল মাসে বিভিন্ন সোর্স অনুযায়ী ১ MVR এর মান হলো:

  • Mataf.net: ১ মালদ্বীপ রুফিয়া (MVR) = ৮.০৩৮০ টাকা (সর্বোচ্চ হার, ২ ফেব্রুয়ারি ২০২৫)
  • WorldForexRates: ১ মালদ্বীপ রুফিয়া (MVR) = ৭.৯১৭১ BDT (৮ ফেব্রুয়ারি ২০২৫)
  • Currency World: ১ মালদ্বীপ রুফিয়া (MVR) = ৭.৮৬৭ BDT (১৫ ফেব্রুয়ারি ২০২৫)

সুতরাং ১ মালদ্বীপ রুফিয়ার গড় মান হচ্ছে প্রায় ৭.৮৬৭ থেকে ৮.০৩৮০ বাংলাদেশি টাকা। অর্থাৎ, ১০০ রুফিয়া প্রায় সমান বাংলাদেশি ৭৮৬.৭০ থেকে ৮০৩.৮০ টাকা।

রুফিয়ার বিনিময় হার কোথা থেকে জানা যাবে?

মালদ্বীপ রুফিয়ার মান জানার জন্য আপনি চাইলে সরাসরি ব্যাংকে যোগাযোগ করতে পারেন। যেখানে আপনি সহজেই রুফিয়ার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানতে পারবেন। এছাড়াও নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইট ও রেট সোর্স দেখে নিতে পারবেন। মালদ্বীপ রুফিয়ার লাইভ রেট দেখার কিছু জনপ্রিয় সাইট হলো:

এই ওয়েবসাইট গুলো ছাড়াও মালদ্বীপ রুফিয়ার লাইভ রেট জানার জন্য Google-এ “MVR to BDT” লিখে সার্চ করলেও সরাসরি বর্তমান মালদ্বীপ রুফিয়ার লাইভ রেট জানতে পারবেন। এছাড়া, বিভিন্ন মোবাইল অ্যাপ যেমন Currency Converter বা Forex apps ব্যবহার করেও লাইভ রেট জানা যাবে।

শেষ কথা: 

বাংলাদেশি টাকার সাথে তুলনা করলে, মালদ্বীপ রুফিয়ার মান তুলনামূলকভাবে স্থিতিশীল।বাংলাদেশিদের জন্য যারা মালদ্বীপে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য "মালদ্বীপ টাকার মান কত" এই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে এই আলোচনায় আমরা মালদ্বীপের মুদ্রার খুটিনাটি সকল বিষয় বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি পোস্ট আপনাদের জন্য বেশ সহায়ক হবে।

Sazzadul Islam

আমি সাজ্জাদুল ইসলাম৷ দীর্ঘ সময় থেকে পাসপোর্ট, ভিসা এবং প্রবাসীদের নিয়ে কাজ করছি৷ সে অভিজ্ঞতার আলোকে এখানে নিয়মিত পাসপোর্ট, ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক তথ্য ও আপডেট দেওয়ার চেষ্টা করি।

Post a Comment

Previous Post Next Post
This Template Designed By E10Script