যারা ২০২৫ সালে ইতালি নতুন ভিসা আপডেট জানার জন্য উদ্বীগ্ন ছিলেন তাদের জন্য বেশ কিছু সুখবর রয়েছে। আমরা নিচে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করে আশা করা হচ্ছে ২০২৫ সালটা ইতালি যেতে ইচ্ছু ব্যক্তিদের জন্য বেশ ভালো যাবে। যাদের ফাইল জমা দেওয়া আছে তাদের তো ভালো যাবেই। পাশাপাশি যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদের জন্যও ২০২৫ সালটা ভালো যাবে বলেই মনে হচ্ছে৷ আর এখানে আমরা এই সামগ্রিক বিষয় গুলো নিয়েই কথা বলার চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি।
আরও পড়ুন:
ইতালি ভিসা আপডেট:
যাদের ফাইল জমা দেওয়া আছে বা যারা মোটামুটি ইতালির ভিসা নিয়ে খোঁজ খরব রাখেন তারা হয়তো অলরেডি জেনে গেছেন যে বিগত সপ্তাহে ইতালি বেশ ভালো পরিমান ভিসা ইস্যু করেছে৷ এছাড়াও vfs গ্লোবালে যাদের ফাইল জমা দেওয়া ছিল তাদের স্ট্যাটাসও পরিবর্তন হওয়া শুরু করেছে। আর এখন পর্যন্ত রেশিও বিগত বছরের তুলনায় বেশ ভালো৷
এখন মূলত এগ্রিকালচার ভিসাই বেশি হচ্ছে। এবং আশা করা হচ্ছে এটি এপ্রিল মাস পর্যন্ত চলবে। শুধু এগ্রিকালচার ভিসা না পুরনো পাসপোর্ট যারা জমা দিছেন তারা অন্যান্য ভিসাও পাচ্ছেন। পাশাপাশি ইতালি বেশ ভালো পরিমান ভিসা ইস্যু করা শুরু করেছে। প্রতিদিন তারা ৪০ জন থেকে ৫০ জনকে ফাইল জমা দেওয়ার জন্য কল করছেন। এবং এভারেজে প্রায় ২০ জন থেকে ৩০ জন কাগজ সাবমিট করতে পরতেছে।
যারা নতুন করে ফাইল জমা দিবেন তাদেও ভিসা রেশিও ২০২৫ সালে বেশ ভালো যাবে বলে মনে হচ্ছে৷ কারণ বর্তমানে ফাইল জমার সময় মালিকের সম্পূর্ণ ডিলেইলস তারা নিচ্ছে। পূর্বে মালিকের ঠিক ঠাক তথ্য ছাড়াই কোন রকম তথ্য দিয়ে অনেকে ফাইল সাবমিট করেছিলেন৷ যার কারণ ২০২৪ সালে প্রচুর পরিমান ভিসা রিজেক্ট হয়েছে। এখন যেহেতু মালিকের ঠিকঠাক তথ্য দিয়ে ফাইল জমা দিতে হচ্ছে। সেহেতু আশা করা যাচ্ছে ২০২৫ সালে ইতালি গামীদের জন্য ভালো কিছু হবে।
আরও পড়ুন: রোমানিয়া ভিসা আপডেট ২০২৫
২০২৫ সালের ক্লিক ডে:
২০২৫ সালের বহুল কাঙ্ক্ষিত ক্লিক ডে শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে। আপনারা অনেকেই হয়তো এটি জানেন আবার অনেকেই জানেন না। ২০২৫ সালের ক্লিক ডে নির্ধারিত হয়ে ৫ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি এই তিন দিন৷
৫ ফেব্রুয়ারি হলো নন সিজনাল বা স্পন্সর বা বি ২০২০ ভিসার জন্য, ৭ ফেব্রুয়ারি হলো ফ্যামিলি বা ডোমেস্টিক ভিসার জন্য এবং ১২ ফেব্রুয়ারি হলো সিজনাল বা এগ্রিকালচার ভিসার জন্য।
আরও পড়ুন: ক্রোয়েশিয়া ভিসা আপডেট ২০২৫
কি পরিমান ফাইল ক্লিক হবে?
এবছর ক্লিক ডের জন্য প্রিফাইল বা আবেদন জমা পড়েছে তুলনামূলক ভাবে কম। এমনকি তাদের যে পরিমাণ এপ্লিকেন্টের চাহিদা ছিল তার চেয়েও কম আবেদন জমা পড়েছে।
২০২৫ সালের ক্লিক ডের জন্য ১ লক্ষ ৮০ হাজার ১২ টি ফাইল জমা হইছে। যেখানে তাদের টার্গের ছিল ১ লক্ষ ৮০ হাজার ৭২০ টি। এছাড়াও অতিরিক্ত ১০ হাজারের কোটা ছিল ডোমেস্টিক ভিসার আবেদনের জন্য। কিন্তু সব মিলিয়ে টোটাল আবেদন জমা হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ১২ টি।
এর মধ্যে ৬৩ হাজার ৪৮৫ টি আবেদন হচ্ছে নন সিজনাল বা স্পন্সর ভিসার জন্য। ৬৬ হাজার ৭৬১ টি হচ্ছে সিজনাল বা এগ্রিকালচার ভিসার জন্য এবং ৪৯ হাজার ৭৬৬ টি হচ্ছে ফ্যামিলি বা ডোমেস্টিক ভিসার জন্য।
প্রিফাইল হওয়া এই ১ লক্ষ ৮০ হাজার ১২ টি আবেদনই ৫ ফেব্রুয়ারি, ৭ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি এই তিন দিনে ক্লিক হবে। ক্লিক টাইম শুরু হবে সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। যারা ২০২৪ সালের নভেম্বর মাসে প্রিফাইল জমা করেছিলেন কেবল তারাই এই তিন দিন ক্লিক করতে পরবেন।
আরও পড়ুন: মালয়েশিয়া কলিং ভিসার আজকের খবর 2025
শেষ কথা:
ইতালি নতুন ভিসা আপডেট এবং ক্লিক ডে ২০২৫ নিয়ে এই ছিলো মোটামুটি আলোচনা। পরিশেষে আপনাদের একটাই পরামর্শ থাকবে ইতালির ভিসা প্রোপেসিং এর নির্দিষ্ট কোন সময় সীমা নেই৷ তাই আবেদন বা ফাইল জমা দেওয়ার কত দিন পর ইতালি যেতে পারবেন তার ঠিক নেই৷ তাই সময় লাগছে বলে হতাশ না হয়ে সব সময় ধৈর্য ধারণ করবেন। আর চেষ্টা করবে ইতালির ভাষা শেখার। প্রথমিক অবস্থায় শুরু না করলেও নুলস্তা উঠার পর অবশ্যই ইতিলি ভাষা শিখা শুরু করবে৷ এটি ইতালিতে আপনাকে মারাত্মক রকমের সাহায্য করবে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।
আমার দাদাল আমাকে বলেছে ২০২৫/২৩ ফেব্রুয়ারি ক্লিক করেছে কিন্তু এখনো কোনো রিসিট দেয় নি ২৩ তারিখে কি আসলেই কোন ক্লিক ডে ছিলো ?
ReplyDeleteনা ২৩ তারিখ কোন ক্লিক ডে ছিল না।
Deleteআমি রিসিভুতা পাইছি কিন্তু নুলস্তার কোনো খবর নেই প্রায় চার মাস হচ্ছে।
ReplyDeleteভাই আমি ২০২৫ সালের কাগজ দিয়েছি এখনো রিছিড পাইনাই আসা করি পাবো
ReplyDelete২০২৫ সালে কাগজ জমা দিয়েছি কতদিন লাগতে পারে রিছিড
ReplyDeleteপেতে
নতুন করে এই বছর আবার ও কবে আবেদন এর ডেট আছে যানা থাকলে যানায়েন।
ReplyDeleteAmar nulaasta ber hoyeche kintu dalal ekhono vfs psprt joma diche na a ta ami ki vabbo apnader kache jante chai?
ReplyDeleteNulosta ki utha suru hoiche?
ReplyDelete